শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Sandeshkhali: সন্দেশখালির গোপন জবানবন্দির পেছনে বিরোধীদের প্রভাব নেই তো? প্রশ্ন তুললেন কুণাল

Pallabi Ghosh | ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২০ : ০৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: এখনই গণধর্ষণের অভিযোগকে সত্যি বলে মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। ম্যাজিস্ট্রেটের কাছে এক মহিলার দেওয়া গোপন জবানবন্দির ভিত্তিতে বসিরহাট পুলিশ জেলার পুলিশ শিবু হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যোগ করেছে‌। শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন এক মহিলা।
এরপরেই আসরে নামে তৃণমূল। প্রশ্ন তোলে বিজেপি বা সিপিএমের দ্বারা প্রভাবিত হয়ে এই অভিযোগ করা হয়েছে কিনা সেটাও দেখা দরকার। রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক ভিডিও বার্তায় বলেন, ধারা যোগ হয়েছে মানেই অভিযোগ সত্য সেটা ভাবা ছেলেমানুষি। এটা যে সত্য সেটা প্রমাণ করতে হবে। কুণালের কথায়, "ওই জায়গায় সিপিএম এবং বিজেপি আছে। তারা কাউকে প্রভাবিত করে কোনও অভিযোগ করছে কিনা সেটাও দেখতে হবে। গোপন জবানবন্দিতে কী বলা হয়েছে সেটা আমরা জানি না। তার মধ্যে সত্যিকারের কোনও অভিযোগ আছে কি নেই সেটাও আমরা জানি না। পুলিশ রাজধর্ম পালন করেছে।"
শনিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ডিজি জানান, ৬ ফেব্রুয়ারির আগে পুলিশের কাছে কোনও অভিযোগ আসেনি। যা যা অভিযোগ আসবে পুলিশ তার সবকটিই গুরুত্ব দিয়ে দেখবে। এর পাশাপাশি সন্দেশখালির বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করার প্রসঙ্গে তিনি জানান, শান্তি বজায় রাখার জন্যই সন্দেশখালির কিছু কিছু জায়গায় ১৪৪ জারি করা হয়েছে। এই মুহূর্তে সন্দেশখালির ১৯টি জায়গায় ১৪৪ জারি থাকলেও দু"একদিনের মধ্যেই কিছু কিছু জায়গায় তোলার কথা ভাবা হচ্ছে বলেও তিনি জানান। একইসঙ্গে কেন সন্দেশখালির শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করছে না সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইডি। কেন তারা তাকে গ্রেপ্তার করেনি?
কুণালের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি ও সিপিএম। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "কোনও মহিলা যদি ধর্ষিতা না হন তবে তাঁকে দিয়ে আদৌ কি একথাটা বলানো যায়।? আসলে এসব কথা বলে উত্তম এবং শিবুদের মতো লোককে উৎসাহিতই করছেন কুণালবাবু। তিনি শেখ শাহজাহানের থেকেও বড় অপরাধী।"
সিপিএম নেতা সায়নদীপ মিত্র বলেন, "কুণালবাবুর যেমন রুচি তিনি ঠিক সেরকমই বলেছেন। এই ধরনের কথার অর্থ হল পুলিশকে বার্তা দেওয়া যে যাই অভিযোগ আসুক না কেন কোনও পদক্ষেপ করা চলবে না।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



02 24